কি যেন এক রোগ এসেছে,
জেনারেশন খুব চটেছে;
এত্ত কিছু করছে তবু,
মন ভরেনা একটু কভু!
দিন শেষে যেই কেউ থাকেনা,
ভর কর ঐ "ভাল্লাগে না"!
ভাল্লাগে না! ভাল্লাগে না!
মিটিং মিছিল করছে সমাজ,
চিত্কার আর এত্ত আওয়াজ;
জগত্ জুড়ে চলছে সব,
গল্পগাঁথা কল্প-গুজব;
যাচ্ছে ছেলে, যাচ্ছে মেয়ে,
দিনগুলো ঐ সেই একঘেঁয়ে!
এত্ত কাজে মত্ত সবাই
রাত হলে তবু ঘুম আসেনা,
পিঠ লাগিয়ে চোখ সিলিংয়ে,
ভাল্লাগে না! ভাল্লাগে না!
চলছে জীবন থ্রীজি-স্পিডে,
প্রেম পিরিতির চরম গ্রিডে;
জিএফ ডাকে, বিএফ ছোটে,
লাভ ইউ জান ফুটছে ঠোটে;
ভালোবাসা রেস্তোরাতে,
পার্ক ফ্ল্যাট আর নরম খাটে;
এত্ত খরচ করছে তবু
প্রেম পাখিতে মন ভর না!
দিন শেষে ঐ স্তব্ধ ক্ষণে,
আঁকড়ে ধরে, 'ভাল্লাগে না'!
ভাল্লাগে না! ভাল্লাগে না!
বাপের ছেলে, বড় খোকা;
খুব যে ইয়ো, সব ফকফকা;
চুলে মারে বিশাল স্পাইক,
হ্যাডম নিয়ে চালায় বাইক!
সেলেব তিনি নেট জীবনে,
ফেসবুকেতে চরম লাইক,
তবু যে তার মন ভরে না,
ধুর শীট্ আর 'ভাল্লাগে না'!
ভাল্লাগে না! ভাল্লাগে না!
সুন্দরী সে কিউটি পাই,
একটু হেসে মারলে 'হাই'
ছেলেরা সব ঝটলা পাঁকায়,
মারামারি, লাগবে লড়াই!
কেউ বলে ও মিষ্টি সোনা,
বাদ মে সোও, পাছ মে আওনা;
হেসে সে হয় কুটিকুটি,
খুব সাবধানে চালে গুটি!
দিন শেষে সব চুষে খেয়ে,
যখন সে আর কিচ্ছু পায় না,
কোথ্থেকে এক উটকো ফিলিংস!
ভাল্লাগে না! ভাল্লাগে না!
পৃথিবী জুড়ে এত্ত কিছু,
নেই যে সময় দেখবে পিছু;
অতীত ঘেটে হাপায় যারা,
জ্বলে পুড়ে হয় অঙ্গারা!
শিশু ছিলাম বড়ই ভালো,
বাড়লো বয়স, ধরলো কালো;
না দেখে পা যায় না ফেলা,
চারিদিকে টাকার খেলা!
একদিন সব ছেড়ে ছুড়ে,
যাবো চলে থাকবো না ঘরে,
পিছ থেকে কেউ পরম মায়ায়,
ডাকে না আর ঘরে ফিরে আয়!
তাই বুঝি আর গৃহত্যাগী
হতে পারলাম না,
হতে পারলাম না,,
ধুর বাল, আর ভাল্লাগে না!
ভাল্লাগে না! ভাল্লাগে না!